নিয়ামতপুরে খাদ্যমন্ত্রীর সুস্থতা কামনায় মসজিদে মসজিদে দোয়া খায়ের

0 ২৫৮
নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি’র রোগমুক্তি কামনায় উপজেলার সকল মসজিদে জুম্মার নামাজের পর দোয়া খায়ের করা হয়েছে।
শুক্রবার বাদ জুম্মা উপজেলা পরিষদ জামে মসজিদ, মডেল মসজিদ, থানা জামে মসজিদসহ উপজেলার সকল মসজিদে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। নিয়ামতপুর উপজেলা পরিষদের পক্ষ থেকে উপজেলার সকল মসজিদ কর্তৃপক্ষকে খাদ্যমন্ত্রী মহোদয়ের দ্রুত রোগমুক্তির জন্য দোয়া ও মোনাজাতের অনুরোধ জানানো হয়। মোনাজাতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের রোগমুক্তি কামনা করেন।
 উপজেলা পরিষদ জামে মসজিদে দোয়া মোনাজাতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ। মোনাজাত শেষে তিনি এ প্রতিবেদককে জানান, মাননীয় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার মহদোয় সম্প্রতি পিত্তথলি প্রদাহ জনিত কারনে অসুস্থ্য হয়ে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ব বিদ্যালয়ে (পিজি) হাসপাতালে চিকিৎসাধীন  আছেন। মাননীয় মন্ত্রী মহোদয় দ্রুত রোগমুক্তি লাভ করবেন এই দোয়া করছি। শিগগিরই আমাদের মাঝে ফিরে আসবেন তিনি।

Leave A Reply

Your email address will not be published.