নিয়ামতপুরে বিদ্যুত স্পৃষ্ট হয়ে ইউপি সদস্যের মৃত্যু

0 ২০৬
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুরে ডিপ টিউবওয়েলের (ব্যক্তিগত সেচযন্ত্র) বৈদ্যুতিক লাইন নিজে মেরামত করার সময় বিদ্যুতায়িত হয়ে রবিউল ইসলাম  (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার পাঁড়ইল ইউনিয়নের গন্ধশাইল গ্রামের শরিফুদ্দিনের ছেলে।
তিনি পাঁড়ইল ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) ছিলেন। শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
রবিউল ইসলামের বড় ভাই শহিদুল ইসলাম জানান, শনিবার সকালে বৈদ্যুতিক সেচ যন্ত্রের লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হলে অচেতন হয়ে পড়েন। নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল ইসলাম বলেন, লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.