নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে পিপিআর রোগ নির্মূল ও ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্পের উদ্যােগে পিপিআর (ভাইরাস) রোগের ছাগল ও ভেড়ার মহামারী নির্মূলের লক্ষ্যে বিনামূল্যে টিকা প্রদান কর্মসূচীর উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল নিয়ামতপুর উপজেলার ০৮ টি ইউনিয়নে প্রায় ১ লক্ষ ৫৬ হাজার ডোজ টিকা প্রদান করে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ ইয়ামিন আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম ও সদর ইউপি চেয়ারম্যান বজলুর রহমান (নঈম)।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ছাগল ভেড়ার পিপিআর রোগটির জন্য মানুষ ছাগল ভেড়া লালনপালন প্রায় চেড়েই দিয়েছিলো। সরকারের এমন অনন্য উদ্যােগে মানুষ আবারও ছাগল ভেড়া বানিজ্যিক ভাবে লালনপালন শুরু করবে বলে প্রধান মন্ত্রীকে ধন্যবাদ জানান।
উল্লেখ্য উপজেলার সকল ইউনিয়নে এটিকা একযোগে বাস্তবায়িত হচ্ছে।