নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুর উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নে উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
রবিবার সকাল ১১টার দিকে ইউনিয়ন পরিষদ হলরুমে ২০২৩-২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেন শ্রীমন্তপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম।
তিনি আগামী অর্থ বছরের জন্য মোট ৪ কোটি ২৬ লাখ ৪২ হাজার ৪ শত ২৭ টাকা আয় ও ৪ কোটি ২৫ লাখ ৯২ টাকা ব্যয় দেখিয়ে এ বাজেট ঘোষণা করেন।
এ সময় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ।
এ সময় জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও শ্রীমন্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজহারুল ইসলাম বুলু, ভাবিচা ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক, শ্রীমন্তপুর ইউপি সচিব আমিরুল ইসলাম, পরিষদের সকলইউপি সদস্য ও সংরক্ষিত নারী সদস্যসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান ফরিদ আহম্মেদ বলেন, বাজেটে যে আয় ও ব্যয় ধরা হয়েছে তা পূরণ করলে ইউনিয়নের উন্নয়ন ফলপ্রসূ হবে। তবে রাস্তা ঘাট, স্কুল মাদ্রাসার উন্নয়নে অধিক ব্যয় ধরা হয়েছে তাতে ইউনিয়নকে ডিজিটাল হিসেবে গড়ে তুলতে সক্ষম হবে।