নিয়ামতপুরে সামান্য জমির ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ নিহত খোদাবক্স, আহত ২

0 ১৯০
নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুরে জমির আইল কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে খোদা বক্স (৬০) নামের একজন নিহত হয়েছেন। এ সময় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে   (৭ জুলাই)  উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের ঝাঁঝিরা গ্রামে। ঘটনার একমাসের মাথায় ঢাকা পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার দিবাগত রাতে মৃত্যু হয় খোদাবক্সের।
ঘটনার ওই দিন গুরুতর অবস্থায় তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। খোদাবক্সের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পিজি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর।
থানা পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, ওই দিন জমির আইল কাটা নিয়ে কথাকাটাকাটি একই গ্রামের আফাজ উদ্দিনের সাথে। পরে গ্রামের স্টলে চা খাচ্ছিলেন খোদাবক্স ও তার বড় ভাই ছাকার উদ্দিন। আফাজ উদ্দিনসহ আরও ০৯ জন মিলে দেশীয় অস্ত্র(হাঁসুয়া, কোদাল, লাঠি, রড) নিয়ে হামলা চালায় খোদাবক্স ও তার ভাই ছাকার উদ্দিনের ওপর। এতে তাঁরা মারাত্মকভাবে জখম হন।
মারামারির ঘটনায় বাদী হয়ে ছাকার উদ্দিনের ছেলে মনজুর আলী আফাজ উদ্দিনসহ আরও ০৯ জনের বিরুদ্ধে গত (১১ জুলাই)  থানায় একটি মামলা দায়ের করে। মনজুর আলী বলেন, আমাদের জমির সাথেই আফাজ উদ্দিনের জমি লাগানো। তারা জমির আইল এমনভাবে কাটছিলো যাতে লোকজন ওই আইল দিয়ে চলাফেরা করতে না পারে। আমার বাবা ও চাচা নিষেধ করতে গেলে তার গালিগালাজে সেখান থেকে চলে আসেন তারা।
পরে গ্রামের স্টলে চা খাওয়ার সময় আফাজ উদ্দিন সংঘবদ্ধ হয়ে তাদের ওপর আক্রমণ করে রক্তাক্ত জখম করে। মারামারি ঘটনায় মামলা হলে জামিনে এসে তারা আমাদের হুমকি প্রদান করে মামলা তুলে নেওয়ার জন্য। তা না হলে প্রাণে মেরে ফেলার হুমকি প্রদান করে।
এ ব্যাপারে মামলা তদন্তকারী কর্মকর্তাকে জানালে কোন পদক্ষেপ গ্রহন করেন নি।  আমার চাচা খোদাবক্সের পায়ের রগগুলো কেটে যাওয়ায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় আফাজ উদ্দিনসহ বাকি আসামীদের কঠিন শাস্তি দাবি করছি।
নিয়ামতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় খোদাবক্সের মৃত্যু হওয়ায় লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.