নিয়ামতপুরে সিরিজ বোমা হামলার প্রতিবাদে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

0 ১৭৫
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: সারা দেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরে বিএনপি-জামায়াত জোট সরকারের পৃষ্ঠপোষকতায় ২০০৫ সালে সিরিজ বোমা হামলার প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার ৮ টি ইউনিয়নে সিরিজ বোমা হামলার প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশ উপলক্ষে উপজেলার ভাবিচা ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে গাবতলি প্রাথমিক বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ভাবিচা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উৎপল সরকার পিন্টুর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান ওবাইদুল হক। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুস সামাদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মমতাজ হোসেন মন্ডল, আইন বিষয়ক সম্পাদক রফিজ উদ্দিন, ধর্ম বিষয়ক সম্পাদক লুৎফর রহমানসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা ২০০৫ সালের ১৭ আগস্ট সিরিজ বোমা হামলায় মদদদাতাদের তীব্র সমালোচনা করেন এবং আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করতে শপথ গ্রহণ করেন।
একই সময়ে উপজেলা সকল ইউনিয়নে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

Leave A Reply

Your email address will not be published.