নিয়ামতপুরে ২দিন ব্যাপী ওয়েব ফাউন্ডেশনের প্রশিক্ষণ 

0 ১৭৮
নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুরে ওয়েভ ফাউন্ডেশন, বাংলাদেশ এর আয়োজনে ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্পের আওতায় এডভোকেসি নেটওয়ার্ক সদস্যদের জন্য মানবাধিকার, গণতন্ত্র, সুশাসন, নারীর ক্ষমতায়ন ও এডভোকেসি বিষয়ক ২ দিনব্যাপী রিফ্রেসার প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
বুধবার ১২ জুলাই এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। বৃহস্পতিবার ১৩ জুলাই উপজেলা বিআরডিবি হলরুমে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক সভাপতি ও নিয়ামতপুর সরকারি কলেজের (ভারপ্রাপ্ত অধ্যক্ষ) মমতাজ হোসেন প্রধান অতিথির বক্তব্য রাখেন।
প্রশিক্ষণে আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান (মহিলা) এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি শাহজাহান শাজু প্রমূখ।
দুই দিনব্যাপী প্রশিক্ষণে ট্রেইনার হিসেবে উপস্থিত ছিলেন ওয়েব ফাউন্ডেশনের রাজশাহী বিভাগীয় সমন্বয়কারী মানুয়েল টুডু।

Leave A Reply

Your email address will not be published.