নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি : নিয়ামতপুর প্রেসক্লাবের সৌজন্যে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলার নিয়ামতপুর কমিউনিটি ও কনভেনশন সেন্টারে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতার মাহফিলে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি শাহজাহান শাজু। আলোচনা শেষে ইফতারের পূর্বে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন নওগাঁ জেলা পরিষদের সদস্য আজহারুল ইসলাম বুলু, জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আবেদ হোসেন মিলন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব হোসাইন মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান, সদর ইউপি চেয়ারম্যান বজলুর রহমান নঈম, ভাবিচা ইউপি চেয়ারম্যান ওবাইদুল হক, শ্রীমন্তপুর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, রসুলপুর ইউপি চেয়ারম্যান মোত্তালিব হোসেন বাবর, প্রেসক্লাবের উপদেষ্টা মন্ডলীর সদস্য বীরমুক্তিযোদ্ধা মোজাফফর হোসেন, প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি নুরুল ইসলাম, রুহুল আমিন শেখ, নির্বাহী সদস্য রেজাউল ইসলাম সেলিম, সাংগঠনিক সম্পাদক সরকার শাহ আলম, অর্থ বিষয়ক সম্পাদক জামিনুর ইসলাম, সদস্য তৈয়বুর রহমান, রনজিত মিনজ, দেলোয়ার হোসেন, জাকির হোসেন, রাসেল রানা, তোফায়েল আহমেদসহ বিভিন্ন সরকারি- বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক সমাজ ও সুশীল সমাজের নের্তৃবৃন্দ।