‘নিরাপদ সড়ক চাই’ রাজশাহী জেলা শাখার উদ্যোগে ট্রাফিক ক্যাম্পেইন

0 ৭৮

স্টাফ রিপোর্টার: “ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার” এই প্রতিপাদ্যে আগামী ২২ অক্টোবর পালিত হতে যাচ্ছে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৪। উক্ত দিবসকে কেন্দ্র করে প্রতি বছরের মতো এবারও নিরাপদ সড়ক চাই (নিসচা), রাজশাহী জেলা শাখা মাসব্যাপী বিভিন্ন কর্মসূচী পালনের উদ্যোগ গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে অদ্য ০৫ অক্টোবর ২০২৪ তারিখ সকাল ১১ ঘটিকায় রাজশাহী মহানগরীর লক্ষীপুর মোড়ে ট্রাফিক ক্যাম্পেইন এবং জনসচেতনতামূলক লিফলেট বিতরণ কর্র্মসূচী পালিত হয়। সড়ক দুর্ঘটনা রোধ, যানজট নিরসন ও জনসচেতনতা সৃষ্টিই ছিলো উক্ত কর্মসূচীর লক্ষ্য ও উদ্দেশ্য। এতে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই, রাজশাহী জেলা শাখার সভাপতি এ্যাড. তৌফিক আহসান টিটু, সহ-সভাপতি প্রকৌ. জুনায়েদ আহমেদ, সহ সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম, সদস্য ডাঃ মনিরুল হক, সবুজ আলী ও সাব্বির আহমেদ সহ স্বেচ্ছাসেবী সদস্যবৃন্দ।

Leave A Reply

Your email address will not be published.