নির্বাচন পরিদর্শনে ইইউ’র না আসার কারণ জানালেন কাদের
স্টাফ করেসপন্ডেন্ট: নির্বাচনের সহায়ক পরিবেশ বিরাজ করছে বলেই ইউরোপীয় ইউনিয়নের কোনো প্রতিনিধিদল একাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিদর্শনে আসছে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার (২৯ নভেম্বর) রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচনী পরিবেশ সুন্দর ও মনোরম থাকায় ইউরোপীয় ইউনিয়ন সন্তুষ্টি প্রকাশ করেছে। তারা মনে করেছে বাংলাদেশে এ মুহূর্তে নির্বাচনের সহায়ক পরিবেশ বিরাজ করছে। তাই ইউরোপীয় ইউনিয়নের কোনো প্রতিনিধিদল নির্বাচন পরিদর্শনে আসছে না। এটা তাদের ইন্টারনাল বিষয়।’
একাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে উল্লেখ করে তিনি বলেন, ‘বিএনপি তথা ঐক্যফ্রন্ট তারা নির্বাচনে আসবে, আমরাও এটা চাই। কারণ আমরা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন চাই। আমরা একা নির্বাচন করতে চাই না।’
কাদের বলেন, ‘নির্বাচনে না এসে বলবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনে জয়ী হয়ে গেছে তাহলে তো হবে না। অবশ্য তারা নির্বাচনে না আসলে তাদের নিবন্ধনও বাতিল হয়ে যাবে। সেটা তারা জানেন।’
বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের হয়রানি করা হচ্ছে এমন অভিযোগের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘তথ্য প্রমাণ দিয়ে বলুন, কোথায় কোথায় আপনাদের প্রার্থীকে বাধা দেওয়া হচ্ছে। তাহলে নির্বাচন কমিশন তার ব্যবস্থা নেবে। অন্ধকারে ঢিল ছোঁড়া তাদের পুরানো অভ্যাস।’
তিনি বলেন, ‘বিএনপি ও ঐক্যফ্রন্টের ভিতরে জগাখিচুড়ি অবস্থা বিরাজ করছে। সব নেতারা এখন মির্জা ফখরুলের কন্ট্রোলের বাইরে। এছাড়া ঐক্যফ্রন্টও এখন ঐক্যবদ্ধ নয়। তারা নিজেরাই নিজেদের মধ্যে বোঝাপড়া করতে পারেনি। যাকে নিয়ে ঐক্যফ্রন্ট করা হয়েছে সেই ড. কামাল হোসেন বলেছেন যাকে দিয়ে মনোনয়ন দেয়া হচ্ছে তার হাত থেকে মনোনয়ন নেবে না।’
জামায়াত ছাড়া বিএনপি অচল এমন মন্তব্য করে কাদের বলেন, ‘বিএনপি কখনও জামায়াতকে ছাড়তে পারবে না। জামায়াত ছাড়া বিএনপি অচল। তাই জামায়াতকে সঙ্গে নিয়ে বিএনপি নির্বাচনে আসছে এবং তাদেরকে আসন বন্টন করেছে।’
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাছিম, বি এম মোজাম্মেল হক, আহমদ হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবদুস সবুর, উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলন।
বিডি সংবাদ টোয়েন্টিফোর ডটকম/