নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুরে উপজেলা পরিষদের আইন শৃঙ্খলা ও মাসিক সভা অনুষ্ঠিত হয়েছি। উপজেলা পরিষদ মিলনায়তনে বুধবার সকাল ১১.৩০ ঘটিকায় এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়া মারীয়া পেরেরা।
এ সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির, উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ুব হোসাইন, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম। সকল ইউপি চেয়ারম্যানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
সভায় আইন শৃংখলা সন্ত্রাস ও নাশকতা, উপজেলা নারী ও শিশু নির্যাতন , যৌতুক, বাল্য বিবাহ নিরোধ এবং জন্ম-মৃত্যু নিবন্ধন সংক্রান্ত , মানব পাচার প্রতিরোধ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
Comments are closed.