নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুর উপজেলায় আওয়ামীলীগের নয়া কমিটির পরিচিতি পর্বের প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। গত ৩০ মার্চ খাদ্য মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি প্রধান অতিথি থেকে নিয়ামতপুরে ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
সেখানে সভাপতি ও সাধারণ সম্পাদক পদ উল্লেখ করেন প্রধান অতিথি। এর ধারাবাহিকতায় ৭১সদস্য বিশিষ্ট কমিট এবং ১৭ সদস্য বিশিষ্ট উপদেষ্টা সদস্যের এক পরিচিতি সভার প্রস্তুতি সভা উপজেলা আওয়ামী লীগের কেন্দ্রীয় পাটি অফিসের হলরুমে অনুষ্ঠিত হয়।
শনিবার সকাল ১১টার দিকে অনুষ্ঠিত প্রস্তুতি সভার সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ । উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লবের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সকল সহ-সভাপতি, সহসম্পাদক, সহসাংগঠনিক, আওয়ামী লীগের সহ সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক প্রমূখ।
Comments are closed.