নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নিয়ামতপুর থানা মিলনায়তনে মঙ্গলবার সকালে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবিরের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি ইশ্বর চন্দ্র বর্মন, সাধারণ সম্পাদক সুরঞ্জন বিজয়পুরী, যুগ্ম সাধারণ সম্পাদক নারায়ন চন্দ্র প্রামানিক ও উপজেলার ৬৩ টি মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকগন।
আলোচনা সভায় বক্তারা দুর্গাপূজায় যেন কোন প্রকার বিশৃঙ্খলা না ঘটে সেদিক থেকে সকলকে সচেষ্ট থাকার আহ্বান জানায়। তাছাড়া কোন সমস্যা হলে পুলিশ প্রশাসনের সাথে তাৎক্ষণিক যোগাযোগের জন্য মন্দির কমিটিকে নির্দেশনা দেওয়া হয়।
Comments are closed.