নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুর উপজেলার পাঁড়ইল ইউনিয়নের বান্দইল খালের ওপর নির্মিত ক্রসডামটি এখন মরণফাঁদে পরিণত হয়েছে।
জীবনের ঝুঁকি নিয়ে পার হচ্ছেন কৃষি কাজ করতে যাওয়া কৃষকেরা। ক্রসডামটি গত দুই বছর ধরে ভেঙে পড়লেও মেরামতের কোন উদ্যোগ নেওয়া হয়নি। এতে ক্রসডাম পার হয়ে কৃষি কাজ করতে যাওয়া কৃষকেরা চরম হতাশা প্রকাশ করেছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, ২০০৭-০৮ সালে ক্রসডামটি নির্মাণ করা হয় ১২ লাখ টাকা ব্যয়ে। মূলত চাষাবাদের সুবিধার জন্য এ ক্রসডামটি নির্মাণ করা হয়।
সরোজমিনে দেখা যায়, নিয়ামতপুর উপজেলার পাঁড়ইল ইউনিয়নের বান্দইল-মাসনা খালের ওপর গত ১৪ বছর আগে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) সংশ্লিষ্ট এলাকায় সেচ সুবিধা সম্প্রসারণের লক্ষ্যে ক্রসডাম নির্মাণ করে। ক্রসডামের একপাশে ধসে গিয়ে পড়ে রয়েছে। অপরপাশের মাটিও আলগা হয়ে পড়ায় সেটিও যেকোন সময় ভেঙে পড়তে পারে।
স্হানীয় সহিলাল বলেন, প্রচন্ড পানির চাপে দুই বছর ক্রসডামের একপাশ ভেঙে পড়ে। দুই পাশ দিয়েই কৃষি কাজের জন্য পারাপারের জন্য এটি ব্যবহার করতে হয়। দুই পাশের মাটি আলগা হয়ে পড়ায় যেকোন সময় ঘটতে পারে বড় দূর্ঘটনা। আতঙ্ক নিয়েই কৃষকে পারাপার হতে হয়।
বান্দইল গ্রামের দেলোয়ার হোসেন বলেন, খালের পানি ধরে রাখতে ক্রসডামটি নির্মাণ করে। ভেঙে পড়ায় ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। এছাড়া অনেকে সেখানে মাছ ধরে। সবার জন্যই হুমকি হয়ে পড়েছে ক্রসডামটি।
পাঁড়ইল ইউপি চেয়ারম্যান সৈয়দ মুজিব বলেন, প্রচন্ড পানির চাপে ক্রসডামের একপাশ ভেঙে পড়েছে অপর পাশটিও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। দ্রুত মেরামত করা প্রয়োজন বলে মনে করেন তিনি।
বিএমডিএ এর সহকারী প্রকৌশলী হারুন অর রশিদ বলেন, বিষয়টি নিয়ে উধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। অনুমতি পেলে সংস্কার কাজ করা হবে।
Comments are closed.