নিয়ামতপুরে নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ

0 ৩০৫

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নিয়ামতপুরে করোনাকালীন সময়ে অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রান তহবিলের খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। বুধবার ১২টার দিকে জেলা পরিষদ মিলনায়তনে ইউএনও জয়া মারীয়া পেরেরার সভাপতিত্বে প্রধান অতিথি থেকে ত্রান সামগ্রী বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহম্মেদ।

এসময় নিয়ামতপুর সদর ইউনিয়নের নাপিত, ধোপা ও চায়ের দোকান এর ১৩০ টি অসহায় ও নিম্ন আয়ের পরিবারে মাঝে প্রত্যেককে ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ১ লিটার তেল ও স্বাস্থ্য সুরক্ষার জন্য সাবান বিতরণ করা হয়।

ত্রানবিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নারী ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, সদর ইউপি চেয়ারম্যান বজলুর রহমান নঈম, ভাবিচা ইউপি চেয়ারম্যান ওবাইদুল হক, সরকারী কর্মকর্তা, স্থানীয় নেতৃবৃন্দ প্রমূখ।

Leave A Reply

Your email address will not be published.