নিয়ামতপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালন

২২১
নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুরে যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশের জনপ্রিয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন পালিত হয়েছে। জন্মদিন উপলক্ষে নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সকাল ১১.০০ ঘটিকায় আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব।
আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইশ্বর চন্দ্র বর্মন, সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, কামাল সরকার, মহিলা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক রেজিয়া পারভীন, মহিলা আওয়ামী লীগের সভাপতি ও মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, ভাবিচা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উৎপল সরকার পিন্টু,  কৃষকলীগের আহ্বায়ক অবিনাশ চন্দ্র, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন টিটু, যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নিতাই চন্দ্র দাস, ছাত্রলীগের আহ্বায়ক ও জেলা সদস্য মাহাদী হাসান পায়েল সহ স্হানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে ভবিষ্যতে তিনি যেন দল ও দেশকে সঠিকভাবে এগিয়ে নিতে পারেন সেজন্য সকলে দোয়া করেন। আলোচনা সভা শেষে কেক কেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উদযাপন করা হয়।

Comments are closed.