
রবিবার ১১টার দিকে সহকারী কমিশনার (ভূমি) মনজুরুল আলম এর সঞ্চালনায় উপজেলা ভূমি অফিসের সামনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন।
এ সময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আইয়ুব হোসাইন, নাদিরা বেগম, উপজেলা নির্বাচন অফিসার জিয়াউর রহমান খান, উপজেলা আইসিটি অফিসার রাসেল রানা প্রমূখ।
উপজেলা চেয়ারম্যান ফরিদ আহম্মেদ বলেন, ভূমি সেবাকে সহজলভ্য ও দুর্নীতিমুক্ত করার লক্ষ্যে নিয়ামতপুর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গনে ১৯ তারিখ থেকে ২৩ তারিখ পর্যন্ত ভূমি সেবা সপ্তাহ পালন করা হচ্ছে।
Comments are closed.