নিয়ামতপুরে মাদকদ্রব্যের অপব্যবহার দিবস উপলক্ষে বর্নাঢ্য র‍্যালী ও আলোচনা সভা

২৩০
নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ জুন) সকাল ১১ ঘটিকায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে র‍্যালী শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা মিলিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আইয়ুব হোসাইন মন্ডল, নাদিরা বেগম, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম, সদর ইউপি চেয়ারম্যান বজলুর রহমান নঈম, প্রেসক্লাবের সভাপতি শাহজাহান শাজু প্রমূখ। মাদকদ্রব্যের অপব্যবহার উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত।

Comments are closed.