নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: সারা দেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরেও দেশের প্রথম সারির জাতীয় দৈনিক যায়যায়দিনের ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। আজ সোমবার সকাল ১১টায় কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কার্যক্রম শুরু হয়।
কেক কাটায় অংশ গ্রহন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও প্রেস ক্লাবের উপদেষ্টা ফরিদ আহম্মেদ, উপজেলা নির্বাহী অফিসার ও প্রেস ক্লাবের উপদেষ্টা আব্দুল্লাহ আল মামুন, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, অফিসার ইনচার্জ হুমুয়ন কবির উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী বজলুর রশিদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, একাডেমিক সুপার ভাইজার জাকির হোসেন, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক সেলিম রেজা রিপন, প্রেস ক্লাবের উপদেষ্টা ও ভাবিচা ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক উৎপল কান্ত সরকার পিন্টু, শ্রীমন্তপুর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও যায়যায়দিন পত্রিকার উপজেলা প্রতিনিধি শাহজাহান শাজু, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামসহ সকল সংবাদকর্মী ।
কেক কাটার আগে উপজেলা পরিষদ হলরুমে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।
Comments are closed.