নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নিয়ামতপুরে নিয়ামতপুর প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে নিয়ামতপুর উপজেলায় সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৪টার দিকে প্রেসক্লাব হলরুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও প্রেসক্লাবের উপদেষ্টা ফরিদ আহম্মেদ। বিশেষ অতিথি ছিলেন নিয়ামতপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান বজলুর রহমান নঈম। মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন নিয়ামতপুরের উন্নয়ন অগ্রতির ক্ষেত্রে সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন।
মাদক, বাল্যবিয়ে, ইভটিজিং প্রতিরোধে একযোগে কাজ করার আহবান জানান। প্রেসক্লাবের সাধারন সম্পাদক সিরাজুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি শাহজাহান শাজু।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি নুরুল ইসলাম, রুহুল আমিন শেখ, সাংগঠনিক সম্পাদক এস এম শাহ আলম, অর্থ সম্পাদক জামিনুল ইসলাম, ক্রিড়া সম্পাদক আতিকুর রহমান আতিক, সদস্য রেজাউল ইসলাম সেলিম, নাজমুল হক, আলমগীর মন্ডলসহ সকল সদস্যবৃন্দ।
মতবিনিময় সভার শুরুতে নবাগত ইউএনও আব্দুল্লাহ আল মামুনকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানানো হয় এবং শুভেচ্ছা ক্রেস্ট প্রদান করা হয়।
Comments are closed.