নিয়ামতপুরে ১দিনে দু’জনের মৃত্যু করোনায় হার মানলেন প্রেসক্লাব  সম্পাদকের বাবা নুরুদ্দীন

0 ৩৮৭
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নিয়ামতপুরে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে মৃত্যু বরণ করেছেন দু’জন। এদের প্রত্যেককেই স্বাস্থ্যবিধি মেনে দাফন প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এ নিয়ে নিয়ামতপুর উপজেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো আট জন।
মৃত ব্যক্তিরা হলেন, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের বাবা বালাহৈর গ্রামের বাসিন্দা নুরুদ্দীন আহম্মেদ (৬৮) ও শ্রীমন্তপুর ইউনিয়নের বালুকাপাড়া গ্রামের সুরেশ চন্দ্রের ছেলে বিশ^জিৎ (৩০)। এরা দু’জনেই শুক্রবার বগুড়া জিয়াউর রহমান মেডিকেলে মৃত্যু বরণ করেন।
মৃতের ছেলে নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম জানান, সোমবার করোনার উপসর্গ নিয়ে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করান তার বাবাকে। ভর্তির পর এন্টিজেন টেস্ট করানো হয়। টেস্ট্রের ফলাফল নেগেটিভ আসে। এরপর থেকেই সেখানে চিকিৎসাধীন ছিলেন তিনি। ল্যাবেও পাঠানো হয় নমূনা।

 

কিন্তু শুক্রবার সকাল থেকে হঠাৎ করেই শ্বাসকষ্ট  বাড়তে থাকে তার। পরিস্থিতি বেগতিক দেখে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় তাকে। ভর্তির কিছুক্ষন পরই দুপুর ২টা ১৫ মিনিটে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। একই মেডিকেলে ভোর ৭টা ৩০ মিনিটে মৃত্যু বরণ করেন বিশ্বজিৎ ।

Leave A Reply

Your email address will not be published.