
নিয়ামতপুর উপজেলা পরিষদের আইনশৃঙ্খলা ও মাসিক মিটিং শেষে এ সম্মাননা ক্রেস্ট তুলে দেন নিয়ামতপুর উপজেলা প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা ও উপজেলা পরিষদ চেয়ারম্যন ফরিদ আহম্মেদ ও উপজেলা প্রেস ক্লাবের সভাপতি শাহজাহান শাজু।
এ সময় উপস্থিত ছিলেন ইউএনও জয়া মারীয়া পেরেরা, ভাইস চেয়ারম্যানদ্বয় আইয়ুব হোসাইন ও নাদিরা বেগম, অফিসার ইনচার্জ হুমায়ন কবির।
প্রেস ক্লাব সভাপতি শাহজাহান শাজু বলেন, সাংবাদিকদের শুধু সংবাদ সংগ্রহ করা কাজ নয়। সাংবাদিকতা করেও সমাজের অনেক ভালো কাজে আসা যায়। এই করোনা কালীন সময়ে বিভিন্ন ভাবে মাক্স বিতরণ, সাবান বিতরণ, শীতকালে শীতবস্ত্র বিতরণসহ নানা ভাবে সেবা দিয়ে আসছি। আমার মনে হয়, ভালো কাজে সম্মান দিলে সে আরও কাজে উৎসাহ পায়।