নেইমারের পাশে বার্সেলোনা কোচ

0 ৯৩৯

neymer-pix-21-12খেলাধুলা ডেস্ক : চলতি মরশুমে ১৮ ম্যাচে মাত্র ছ’টি গোল৷ তাতেই অনেক সমালোচনা শুরু হয়ে গিয়েছে৷ কিন্তু নেইমারের অফ ফর্ম নিয়ে মোটেই চিন্তায় নেই বার্সেলোনা কোচ লুই এনরিকে৷ তিনি মনে করছেন দ্রুত ছন্দে ফিরবেন নেইমার৷
এনরিকে বলেন, “সত্যি বলতে কি, আমাদের দেখতে হবে অন্য মরশুমে কত ও গোলের সহায়তা করেছিল। কারণ চলতি মরশুমে নেইমার অনেক গোল তৈরি করেছে।” একইসঙ্গে তিনি বলেন, ‘‘নেইমার কত গোল করল আমি সেটা ভাবি না। আক্রমণভাগের যে কোনো খেলোয়াড়ের জন্য গোলে সহায়তা করাও অনেক কিছু ঘটনা৷ তাই কতটা গোলের সুযোগ তৈরি করলো সেটাও দেখতে হবে আমাদের৷’’ গত দুই মরশুমে প্রত্যেকটিতে তিরিশের ওপরে গোল ছিল নেইমারের। ২০১৬-১৭ মরশুমে অবশ্য তেমন ছন্দে নেই নেইমার৷ মাত্র ছ’টি গোল করেছেন৷ এই কথা উঠলেও এনরিকেও চাইছেন না এখনই নেইমারের গোলের হিসাবে বসতে; বরং তিনি গুরুত্ব দিচ্ছেন সতীর্থদের দিয়ে গোল করানোটাও।

Leave A Reply

Your email address will not be published.