ন্যাটোর অগ্রগতির অবসান ঘটাবেন ট্রাম্প: স্টিভ ব্যানন
বিডি সংবাদ 24.কম অনলাইন ডেস্ক: মার্কিন নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার ভূখণ্ডের দিকে ন্যাটোর অগ্রগতির অবসান ঘটাতে চান, হোয়াইট হাউসের সাবেক প্রধান কৌশলবিদ স্টিভ ব্যানন একটি সাক্ষাৎকারে বলেছেন, ‘এটা স্পষ্ট যে, তিনি রাশিয়ান ভূখণ্ডের দিকে যেতে চাওয়ার ন্যাটোর আকাক্সক্ষার অবসান ঘটাতে চান,’ ব্যানন বলেছেন, তিনি যোগ করেছেন যে, ট্রাম্পের মাগা (মেক আমেরিকা গ্রেট এগেইন) আন্দোলন ইউক্রেনের তহবিল সম্পূর্ণভাবে বন্ধ করতে চায়। ব্যাননের মতে, ইতালিসহ ইউরোপ ট্রাম্পের নেতৃত্ব অনুসরণ করবে এবং ‘যদি তারা (ইউরোপ এবং ইতালি) সাম্প্রতিক বছরগুলোয় যা বলছে, তা সত্যিই বিশ্বাস করে, তবে তাদের অর্থ প্রদানের জন্য প্রস্তুত হওয়া উচিত।’
ব্যানন নিজেই নতুন ট্রাম্প প্রশাসনে যোগ দেয়ার পরিকল্পনা করছেন না। তিনি রবার্ট কেনেডি জুনিয়র, ইলন মাস্ক এবং টাকার কার্লসনকে ট্রাম্পের ট্রানজিশন টিমের সদস্য হিসেবে নাম দিয়েছেন। এদিকে তিনি উল্লেখ করেছেন যে, মাইক পম্পেওর রাজনৈতিক ক্যারিয়ার শেষ হয়েছে, যিনি পূর্ববর্তী ট্রাম্প প্রশাসনের অধীনে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ব্যানন, যিনি ২০ জানুয়ারি থেকে ১৮ আগস্ট, ২০১৭ পর্যন্ত হোয়াইট হাউসের চিফ স্ট্র্যাটেজিস্ট হিসেবে কাজ করেছিলেন, কংগ্রেসের অবমাননার জন্য চার মাসের কারাদণ্ডে দণ্ডিত হন এবং অক্টোবরের শেষের দিকে মুক্তি পান। তাস।
এখনই সময় ইসরাইলকে জাতিসংঘ থেকে বহিষ্কারের : কাজেম গারিবাবাদি
জাতিসংঘের সদস্যপদ থেকে ইসরাইলকে বহিষ্কারের সময় এখনই বলে মন্তব্য করেছেন ইরানের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি। গত ১০ নভেম্বর রোববার তেহরানে অনুষ্ঠিত ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি) ও আরব লীগের পররাষ্ট্রমন্ত্রীদের যৌথ বৈঠকে তিনি এ মন্তব্য করেন। সৌদি আরবকে এ বৈঠক আয়োজনের জন্য ধন্যবাদ জানিয়ে গারিবাবাদি বলেন, গাজা ও লেবাননের বর্তমান পরিস্থিতি মানবতার জন্য লজ্জার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তিনি উল্লেখ করেন যে, ফিলিস্তিনের জনগণ সাত দশকের বেশি সময় ধরে অবিচার ও আগ্রাসনের শিকার হয়ে তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত।
গারিবাবাদি আরও বলেন, ইসরাইলের শত্রুতামূলক কার্যক্রম জাতিসংঘের নীতি ও বৈধতার বিরুদ্ধে। জাতিসংঘের সনদ ছিঁড়ে ফেলা, মহাসচিবকে অবাঞ্ছিত ঘোষণা করা, জাতিসংঘের কর্মীদের হত্যা এবং আন্তর্জাতিক আদালতের রায়কে উপেক্ষা করার মতো পদক্ষেপের কারণে জাতিসংঘের সনদ, বিশেষ করে ২নং ধারা লঙ্ঘিত হয়েছে। তাই ইসরাইলকে জাতিসংঘ থেকে বহিষ্কার করার সময় এসেছে। ইরানের এ কর্মকর্তা আরও বলেন, ইসরাইলের বিরুদ্ধে সম্পূর্ণ অস্ত্র, অর্থনীতি ও বাণিজ্যিক নিষেধাজ্ঞা প্রয়োগ করা উচিত এবং ফিলিস্তিনে দখলদারিত্বকে সমর্থনকারী সব প্রতিষ্ঠানের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা উচিত। মেহের নিউজ এজেন্সি।
সূত্র: সাপ্তাহিক সোনার বাংলা