পত্নীতলায় জাতীয়  দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

0 ১১১
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: সারা দেশের ন্যায় নওগাঁর পত্নীতলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। নানা কর্মসূচীর মধ্যে দিয়ে দুর্যোগ চলাকালীন পুর্বাবাস ছাড়া প্রাথমিক করনীয় হিসেবে ভূমিকম্প, অগ্নি নির্বাপন সহ দুর্যোগের মোকাবেলায় উপজেলা চত্বর মাঠে জনসম্মূখে মহড়া প্রদর্শন করেন উপজেলা ফায়ার ডিফেন্সের কর্মকর্তা ও কর্মচারীরা।
“ দুর্যোগ প্রস্তুতিতে লড়বো স্মার্ট সোনার বাংলা গড়বো ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার (১০ মার্চ) সকালে উপজেলা চত্বর হতে র‍্যালি বের হয়ে উপজেলা পরিষদ হলরুমে এসে শেষ হয়। বিভিন্ন স্কুল থেকে আগত শিক্ষার্থীদের নিয়ে উপজেলা মাঠে ঘন্টাব্যাপী বিভিন্ন বিষয় ভিক্তি জনসম্মুখে মহড়া অনুষ্ঠিত হয়।
মহড়া শেষে প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদে অডিটরিয়াম হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শোয়াইব খানের সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা টুকটুক তালুকদার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফফার।
এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাত, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন কর্মকর্তা মো: রায়হানুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা সন্তজ কুমার মন্ডল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ.টি.এম জিল্লুর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহিদুল ইসলাম সহ সরকারী বেসরকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.