মনিরুল ইসলাম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর পত্নীতলায় মোটরসাইকেল দুর্ঘটনায় সাপাহারের ২ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন সাপাহার উপজেলার গোডাউন পাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে ফরহাদ হোসেন(১৮) ও একই উপজেলার পিছলডাঙ্গা গ্রামের মিলন হোসেনের ছেলে রেজোয়ান সিদ্দিক(১৭)।
এই ঘটনায় রাকিব হোসেন(২২) নামে একজন গুরুতর আহত হয়েছে। আহত রাকিবকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সোমবার সন্ধ্যায় মোটরসাইকেলে যোগে নজিপুর থেকে সাপাহার যাওয়ার পথে নজিপুর-সাপাহার আঞ্চলিক সড়কের বালুঘা নামক স্থানে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে এই দূর্ঘটনাটি ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ জানান, নিহতদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।
Comments are closed.