পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিব গণমাধ্যমের সাথে মতবিনিময় সভা

৫০২

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় ১৪ বিজিবি ব্যাটেলিয়ান ও সাংবাদিকদের মধ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সোমবার (২৩ মে)বেলা সাড়ে ১২টায় পত্নীতলা ১৪ বিজিবি হেডকোয়াটার মিলনায়তনে এই অনুষ্ঠানটি হয়।

এসময় লেফটেন্যান্ট কর্নেল মো. হামিদ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন, মেজর শামসুজ্জামান মোহাম্মদ আরিফ উল- ইসলাম,  সহকারী পরিচালক মো. সেলিম রেজা সহ জেলা এবং উপজেলার  প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

১৪ বিজিবির অধিনায়ক লে কর্ণেল হামিদ উদ্দিন বলেন, নিরাপদ সীমান্ত, মাদক পাচার রোধ, চোরাচালান প্রতিরোধ, নারী ও শিশু পাচার রোধ, অবৈধ অনুপ্রবেশ রোধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

বিশেষ করে বলর্পূবক বাস্তচ্যুত মায়ানমারের নাগরিক অনুপ্রবেশ এর ব্যাপারে স্থানীয় প্রশাসনসহ জনসাধারণ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, নির্বাচিত জনপ্রতিনিধি এবং সংশ্লষ্টি সকলকে সংগে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার কথা বলে। সাংবাদিকদরে সংবাদ প্রকাশের মাধ্যেমে সহযোগীতা কথাও বলেন তিনি।#

Comments are closed.