পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল প্রধানমন্ত্রীর ঈদ উপহার : সেতুমন্ত্রী

0 ৩৭৭
পদ্মা সেতুর টোলপ্লাজা পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ছবি : এনটিভি

পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলকে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবেই দেখতে হবে উল্লেখ করে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘শুরুতে আমরা তীব্র সংকটের মুখে পড়ি। এমতাবস্থায় আমরা কয়েক মাস মোটরসাইকেল চলাচল বন্ধ করতে বাধ্য হয়েছি এবং সময়ের পরিবর্তনে আমার মনে হয় চালকরা যারা মোটরসাইকেলে যেতে-আসতে আগ্রহী, তারা শৃঙ্খলাবোধ, দায়িত্বশীল হয়ে চলবে বলে আমাদের বিশ্বাস।’

বৃহস্পতিবার (২০ এপ্রিল) দুপুর পৌনে ১২টার দিকে পদ্মা সেতুর টোলপ্লাজা পরিদর্শনে এসে সাংবাদিকদের উদ্দেশে ওবায়দুল কাদের এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘একনেক সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হঠাৎ করে সিদ্ধান্ত দিলেন যে, ঈদ উপলক্ষে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল করবে। তবে কিছু নিয়মকানুন আছে। যেমন, ৬০ কিলোমিটার বেগে মোটরসাইকেল চালাতে হবে, সেতুর উপরে গাড়ি থামিয়ে ছবি তোলা যাবে না এবং কোনো অবস্থাতেই লেন পরিবর্তন করা যাবে না।’

সেতুমন্ত্রী আরও বলেন, ‘আশা করি যারা সেতুতে মোটরসাইকেলে আসা-যাওয়া করবে, তারা দায়িত্বশীল ভূমিকা পালন করবে। কারণ পদ্মা সেতু জাতির সম্পদ। এই সম্পদ সুশৃঙ্খলভাবে ব্যবহার করা প্রত্যেক নাগরিকের কর্তব্য। যদি পদ্মা সেতুতে যান চলাচলে কোনো অচলাবস্থা সৃষ্টি হয়, তাহলে আবারও মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ হয়ে যেতে পারে।’

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আরও বলেন, ‘যে অন্যায় করবে, নিয়ম মানবে না; তার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। তবে সকাল থেকে চালকরা নিয়ম মেনে চলছে। আমি প্রধানমন্ত্রীকে সুশৃঙ্খল মোটরসাইকেল চলাচলের ভিডিও পাঠিয়েছি। আশা করি এই ধারা অব্যাহত থাকবে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন সেতু সচিব মো. মনজুর হোসেন, মুন্সীগঞ্জের পুলিশ সুপার মাহফুজুর রহমান আল-মামুন প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.