পবায় বিএনপির নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন

0 ১২৯

স্টাফ রিপোর্টার : রাজশাহীর পবা উপজেলা বিএনপির আহ্বায়ক আলী হোসেনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় বিএনপি’র নেতৃবৃন্দ। সোমবার দুপুরে রাজশাহীর কাটাখালীর একটি রেস্টুরেন্টে পরিলা ও হরিয়ান ইউনিয়ন বিএনপি এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন- পবা থানা যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক রবিউল ইসলাম। এ সময় তিনি বলেন, আলী হোসেনের চাঁদাবাজির কারণে এলাকাবাসীসহ পবা উপজেলা বিএনপির নেতাকর্মীরা চরম বিপাকে পড়েছেন। তার এই কর্মকান্ডের ফলে সংগঠনের ভেতরে ক্ষোভ ও অসন্তোষ তৈরি হয়েছে। এ পরিস্থিতি থেকে মুক্তি পেতে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ কেন্দ্রীয় বিএনপির হস্তক্ষেপ কামনা করে তাকে বহিষ্কারের দাবি জানান।
এ সময় উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা জাসাস এর সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, পারিলা ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বজলুর রশিদ বাবলু, হরিয়ান ইউনিয়ন বিএনপি’র যুগ্ন আহ্বায়ক হাবিবুর রহমান, পারিনা ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান সহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.