রাজশাহী প্রতিনিধি: রাজশাহীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে খাবার সামগ্রী বিতরণ করা হয়। শনিবার (০২ এপ্রিল ২০২২) দুপুরে রাজশাহীর বোয়ালিয়া স্মৃতি অম্লান চত্বরে জীবনতরী সমাজ কল্যাণ সংস্থা এই অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে ৩০০ জনের মাঝে সোলা, চিনি, খেজুর, খেসারির ডাল, মুড়ী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জীবনতরী সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মারুফ হোসেন। এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর রজব আলী, নিযাজ উল আজিম, আনারুল আমিন আজব, রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান, ব্যবসায়ী পরিমল কুমার ঘোষ, ব্র্যাক ব্যাংকের শাখা ম্যনেজার আবু হেনা মোস্তফা কামাল, এ্যাড. আবুল কাশেম ও সংস্থার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সহ অনেকে উপস্থিত ছিলেন।
Comments are closed.