পরিস্থিতি জটিল, ঢাকা ছাড়লেন ৩০০ জাপানি নাগরিক

0 ৭৭৪

বিডি সংবাদ টোয়েন্টিফোর ডটকম: মহামারি করোনা ভাইরাসের জটিল পরিস্থিতিতে বাংলাদেশে আটকা পড়া অন্তত ৩ শতাধিক জাপানি নাগরিক ঢাকা ছেড়েছেন।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ১০টা ১৯ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে টোকিওর উদ্দেশে ঢাকা ছেড়েছে।

বাংলাদেশ বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোকাব্বির হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকাল ১০টা ১৯ মিনিটে জাপানের নারিতা বিমানবন্দরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছে জাপানি নাগরিকদের বহনকারী বোয়িং-৭৭৭ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ চার্টার্ড ফ্লাইট।

বিমানবন্দর সূত্র জানিয়েছে, বাংলাদেশ সরকারের মাধ্যমে বিমানটি ভাড়া করার অনুমোদন নিয়ে নিজ দেশের নাগরিকদের দেশে পাঠাচ্ছে ঢাকাস্থ জাপানি দূতাবাস।

গেল সোমবার ঢাকা থেকে ২৬৯ জন মার্কিন নাগরিক নিয়ে কাতার এয়ারওয়েজের একটি যুক্তরাষ্ট্রের উদ্দেশে ছেড়ে যায়। এর আগে ২২৫ জন মালয়েশিয়ান এবং ১৩৯ জন ভুটানের নাগরিক তাদের নিজস্ব পছন্দ অনুযায়ী চার্টার্ড বিমানের মাধ্যমে ঢাকা ত্যাগ করেছেন। ব্রেকিংনিউজ

প্রাণঘাতি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বিশ্বব্যাপী নিয়মিত বিমান যোগাযোগ প্রায় অচল হয়ে পড়ায় বিভিন্ন দেশ চার্টার্ড ফ্লাইটের মাধ্যমে নিজেদের নাগরিকদের দেশে ফিরিয়ে নিচ্ছে।

এদিকে ইতোমধ্যে যেসব বিদেশি নাগরিক ঢাকা ছেড়ে নিজ দেশে পাড়ি জমাচ্ছেন, তাদের ধারণা বাংলাদেশে শিগগিরই করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ নেবে।

Leave A Reply

Your email address will not be published.