পরিস্থিতি বিবেচনায় ব্যয় সাশ্রয়ী হতে বলেছেন প্রধানমন্ত্রী
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা বর্তমান পরিস্থিতি বিবেচনায় সবাইকে ব্যয় সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন। সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘একেবারে ব্যয় বন্ধ করা যাবে না। তবে পরিস্থিতি মোকাবিলায় সবাইকে ব্যয় সাশ্রয়ী হয়ে চলতে হবে। সেই সঙ্গে আমাদের উৎপাদনও বাড়াতে হবে।’
শেরেবাংলা নগর এনইসি সম্মেলন কক্ষে আজ মঙ্গলবার (১৭ জানুয়ারি) একনেক সভায় প্রধানমন্ত্রী সভাপতিত্ব করেন। সভায় প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন এসব নির্দেশনা দেন।
সভা শেষে এনইসি সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান। এসময় পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, পরিকল্পনা সচিব সত্যজিত কর্মকারসহ পরিকল্পনা কমিশনের সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরে পরিকল্পনামন্ত্রী আরও বলেন, ‘প্রকল্পের কাজ দ্রুত করতে বলেছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে বলেছেন, কাজের মান বাড়ান ও খরচ কমান। কিন্তু খরচ বন্ধ করবেন না। এছাড়া উৎপাদন বাড়াতে হবে। যে যেখানে, যেভাবে আছেন তাদের কাজে লাগিয়ে উৎপাদন বাড়াতে হবে।’
সভার এজেন্ডার বিষয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘আজকের একনেক সভায় কর্ণফুলী টানেলসহ একনেক সভায় সব মিলিয়ে ১১টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে অন্যতম হলো চট্টগ্রামের পটিয়ার শ্রীমাই নদে বাঁধ নির্মাণ, বরিশালে শেখ হাসিনা সেনানিবাসকে নদীভাঙন থেকে রক্ষায় প্রকল্প, মাতারবাড়ি কয়লা-বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প (সওজ অংশ), কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা সদর থেকে করিমগঞ্জ উপজেলার মরিচখালী পর্যন্ত উড়াল সড়ক নির্মাণ, বাংলাদেশের ২৪টি শহরে অন্তর্ভুক্তিমূলক স্যানিটেশন প্রকল্প ও ক্লাইমেট চেঞ্জ এডাপটেড আরবান ডেভেলপমেন্ট ফেজ-২ (খুলনা) প্রকল্প।’