পরীর নাম শুনে মাহির অভিমান!

0 ২৯২
পরীমণি ও মাহিয়া মাহি

সন্তান জন্মের পর দীর্ঘদিন মাতৃত্বকালীন ছুটিতে সিনেমা থেকে দূরে ছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। অবশেষে সেই বিরতি ভেঙে নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিকের ‘ডার্ক ওয়ার্ল্ড’ চলচ্চিত্র দিয়ে ফের অভিনয় শুরু করেন। সবকিছু ঠিকঠাকই চলছিল। কিন্তু হঠাৎ করেই ‘ডার্ক ওয়ার্ল্ড’ সিনেমা থেকে সরে দাঁড়িয়েছেন মাহি।

সিনেমাটিতে অভিনয় না করার সিদ্ধান্ত নিয়েছেন এই চিত্রনায়িকা। তবে হঠাৎ ‘ডার্ক ওয়ার্ল্ড’ থেকে কেন সরে দাঁড়ালেন মাহি? এমন প্রশ্ন রহস্যের জট বাঁধে নেটিজেনদের মনে। কোন অভিমানে মাহি সিনেমার শুটিং ছেড়ে চলে গেলেন তিনি। এ প্রসঙ্গে মাহিয়া মাহি কোন কিছু না বললেও জানা গেল এর কারণ।

এই সিনেমার নায়ক ও প্রযোজক মুন্না খান সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি পরীমণির ভক্ত। তাই নায়িকা হিসেবে পরীকেই এই সিনেমায় চেয়েছিলেন তিনি। বিষয়টি নিয়ে পরীর সঙ্গে কথাও হয়। কিন্তু পরীমণি না করায় সেখানে মাহিকে নেওয়া হয়েছে। বিষয়টি মাহির কানেও এসেছে। আর সেকারণেই সিনেমাটি থেকে সড়ে দাঁড়িয়েছেন এই চিত্রনায়িকা।

এ প্রসঙ্গে সিনেমাটির নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক বলেন, এখানে একটি ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। যা দ্রুতই সুরাহা করা হবে। এর নায়িকা হিসেবে শুরু থেকেই আমি মাহিয়া মাহিকে ভেবে রেখেছি। তার সঙ্গে যোগাযোগ করে বিষয়টি চূড়ান্ত করা হয়। মাহি ছাড়া অন্য কোনো নায়িকার সঙ্গে সিনেমাটি নিয়ে যোগাযোগ করা হয়নি।

তিনি আরও বলেন, ‘সিনেমায় নায়ক মুন্না খান সম্প্রতি এক সাক্ষাৎকারে অন্য এক নায়িকার নাম বলেছেন। সেই নায়িকা সিনেমাটি না করায় মাহিকে নেওয়া হয়েছে! মাহি মনে করেছেন, তার কাছে আমরা বিষয়টি গোপন করেছি। তাই হয়তো অভিমান করে শুটিং করবেন না বলে জানিয়েছেন। বিষয়টি নিয়ে যত দ্রুত সম্ভব আমরা আলোচনায় বসছি।

প্রসঙ্গত, ক্রাইম থ্রিলার ঘরানার সিনেমা ‘ডার্ক ওয়ার্ল্ড’। এতে একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয়ের কথা মাহির। এতে আরও অভিনয় করছেন মৌসুমী, মিশা সওদাগর, নবাগত মুন্না খানসহ অনেকে।

Leave A Reply

Your email address will not be published.