পাইকগাছার সোলাদানায় অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৫৫২

পাইকগাছা(খুলনা) প্রতিনিধি: পাইকগাছার সোলাদানা ইউনিয়নে  আউট-অব-স্কুল চিলড্রেন এডুকেশন কর্মসূচী Sub-Component 2.5, PEDP-4 BD ইউনিয়ন পর্যায়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আউট-অব-স্কুল চিলড্রেন এডুকেশন কর্মসূচী Sub-Component 2.5, PEDP-4 BD ইউনিয়ন পর্যায়ে অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ৫নং সোলাদানা ইউনিয়নের বার বার নির্বাচিত চেয়ারম্যান এস,এস, এনামুল হক।

 

 

এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য, আবুল কাশেম, ঠাকুর দাশ সরদার, আবু সাইদ মোল্যা, মোঃ আব্দুস সবুর, মোঃ আবু বক্কার সিদ্দিক শিকারী, মোঃ আনিছুর রহমান, অশেষ কুমার ঢালী, হায়দার মল্লিক, মোস্তাক আহম্মেদ, সঞ্জয় মন্ডল, সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।