পাইকগাছায় এক শহীদ মুক্তিযোদ্ধাকে কটাক্ষ করায় মুক্তিযোদ্ধাদের ক্ষোভ ও শাস্তির দাবী

0 ৩১৪

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় এক শহীদ মুক্তিযোদ্ধাকে কটাক্ষ করেছে স্থানীয় এক যুবক। যার প্রতিবাদ করায় শহীদ শংকর অধিকারীর ভাই অশোক অধিকারী ও আওয়ামীলীগ নেতাকে লাঞ্চিত করায় তীব্র প্রতিবাদ, নিন্দা ও কঠোর শাস্তির দাবী জানিয়েছে স্থানীয় মুক্তিযোদ্ধারা।

উপজেলার রাড়ুলীর বাঁকা গ্রামের শহীদ মুক্তিযোদ্ধা শংকর অধিকারী। স্বাধীনতা যুদ্ধে তিনি রাজাকারদের গুলিতে শহীদ হন। তিনি একজন ভাতাভোগী মুক্তিযোদ্ধা।

 

শনিবার বিকেলে স্থানীয় মোহম্মদ আলীর ছেলে আহসান মোড়ল (৩৫) অশোক অধিকারীকে বাঁকা মোড়ে দেখে তার শহীদ ভাইকে নিয়ে ভুগাল টু মুক্তিযোদ্ধা ও নানা ভাবে কটাক্ষ করে। আহসান মোড়লের এ কথার প্রতিবাদ করায় অশোককে লাঞ্চিত করে বলে তিনি ও উপস্থিত মুক্তিযোদ্ধা আফছার গোলদার ও আবুল হোসেন পাড় জানান।

 

এব্যাপারে আহসান জানায়, তিনি কারো নাম উল্লেখ করে এসব কথা বলেনি। অশোক গায়ে টেনে নিয়ে এ কথা বলছে।

 

স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ গোলদার বলেন, এটা একটা দুঃখ জনক বিষয়। একজন মুক্তিযোদ্ধা হিসেবে এটা মেনে নেয়া যায় না। আমি এর তীব্র নিন্দা ও শাস্তি দাবী করি। অশোক বলেন, এব্যাপারে আইনের আশ্রয় গ্রহন করা হবে।

 

Leave A Reply

Your email address will not be published.