পাইকগাছা(খুলনা) প্রতিনিধি: পাইকগাছা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোলাদানা ইউনিয়নের বেতবুনিয়া গুচ্ছগ্রাম থেকে ৭শ পঞ্চাশ গ্রাম গাঁজা ও নগদ ৩ লক্ষ ১৪ হাজার ৩ শ টাকা সহ স্বামী স্ত্রীকে আটক করেছে। আটকৃত আকবর গুচ্ছগ্রামের বাসিন্ধা।
থানা পুলিশ জানিয়েছন,শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বেতবুনিয়া গুচ্ছ গ্রামে ওসি তদন্ত আশরাফুল আলম ও এ এস আই নাসির উদ্দীন অভিযান চালায়। এসময় স্থানীয় ভাড়ায় চালিত মটর সাইকেল চালক আকবার আলী (৩৮)ও স্ত্রী সালমা খাতুন(৩০) কে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতদের স্বীকার উক্তি মোতাবেক তাদের বসত ঘর থেকে সাড়ে সাতশ গ্রাম গাঁজা ও গাঁজা বিক্রির তিন লাখ চৌদ্দ হাজার তিনশ টাকা উদ্ধার করা হয়। এব্যাপারে ওসি এজাজ শফী জানান,আটককৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী।থানায় মামলা হয়েছে।