পাইকগাছায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নতূন ভবনের উদ্বোধন করলেন-এমপি-বাবু

৬০২

ইমদাদুল হক,পাইকগাছা,খুলনা: পাইকগাছায় ৪৪ লক্ষ টাকা ব্যায়ে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিপ্তরের নতূন ভবনের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে খুলনা-৬ (পাইকগাছা-কয়রার ) এমপি ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয় সম্প্রকিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মোঃ আকতারুজ্জামান বাবু প্রধান অতিথি হিসেবে এ ভবনের উদ্বোধন করেন।

 

উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দীকি’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু,জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোঃ আমিনুল ইসলাম,ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু।

 

এ সময় আরোও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা আজিয়ার রহমান, উপজেলা আওয়ামী লীগ নেতা শেখ বেনজীর আহম্মেদ বাচ্চু, জেলা যুবলীগ নেতা জসিমউদ্দীন বাবু, জেলা ছাত্রলীগের সাবেক নেতা তছলিম হুসাইন তাজ সহ অনেকে।