পাইকগাছা(খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় পুকুরের পানিতে ডুবে আল-আমিন শেখ (৬) নামে এক শিশুর করুন মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার কপিলমুনির কাজিমুছা গ্রামে। এঘটনায় পুরো এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্র ও এলাকাবাসীর তথ্যমতে জানাগেছে, গতকাল রবিবার দুপুরের দিকে আল আমিন বাড়ি থেকে মাছ মারার জন্য বেরিয়ে যায়। এরপর বাড়ি ফিরতে বিলম্ব দেখে তার মা ও পরিবারের অন্য সদস্যরা আশ-পাশের সম্ভাব্য সব জায়গায় খোঁজা-খুঁজি করতে থাকে।
একপর্যায়ে বাড়ির পাশের জনৈক শহিদুল জোয়াদ্দারের মাগুর মাছের পুকুরের সাইডে গিয়ে সেখানে আল-আমিনের জুতা ও মাছ মারার ডালা দেখে সে পুকুরে পড়তে পারে বলে তাদের সন্দেহ হয়। এরপর পুকুরের পানি থেকে তার ভাসমান লাশ উদ্ধার করা হয়। শিশু আল-আমিন কাজিমুছা গ্রামের হারুন শেখ এর ছেলে।
ঘটনার সূত্রে এলাকাবাসী জানায়, শিশুটি পুকুরের পানি থেকে উদ্ধারের আগেই তার মৃত্যু হয়েছে। তবে তার লাশ উদ্ধারের পর তার পেটে কোন পানি ছিলনা বলে অনেকেই জানান।