পাইকগাছা(খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় স্বাধীনতা দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে উপজেলাপ্রশাসন,আওয়ামীলীগ,মুক্তিযোদ্বাসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান স্মৃতি সৌধে সূর্যদয়ের সাথে সাথে পূষ্প মাল্য অর্পন করেন ।
প্রথমে স্বাধীনতা দিবসে সূর্যদয়ের সাথে সাথে তপদ্ধনী ও জাতীয় পতাকা উত্তোলনের পর পাইকগাছা স্মৃতি সৌধে উপজেলা প্রসাশনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর নেতৃত্বে ,তার পর সংসদ সদস্য আলহাজ্ব আক্তারজজামান বাবু এমপির পক্ষে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু ও সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু নেতৃত্বে, মুক্তিযোদ্ধা কমান্ড, পাইকগাছা পৌরসভার পক্ষে মেয়র সেলিম জাহাঙ্গীর নেতৃত্বে, উপজেলা পরিষদের পক্ষে চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু ও ভাইস-চেয়ারম্যান শিহাব উদ্দিন ফিরোজ বুলু ।
পাইকগাছা থানার পক্ষে এএসপি ডি সার্কেল হুমায়ূন কবীরের নেতৃত্বে, আনসার ও ভিডিপি পক্ষে উপজেলা কর্মকর্তা আশালতা ও আলতাফ হোসেনের নেতৃত্বে,আওয়ামী লীগ উপজেলা শাখার পক্ষে সভাপতি আনোয়ার ইকবাল মন্টু ও সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপুর নেতৃত্বে যুবলীগ,কৃষকলীগ, ছাত্রলীগসহ সহোযোগী সংগঠন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষে ডাঃ নিতীশ চন্দ্র গোলদারের নেতৃত্বে, উপজেলা সাব-রেজিষ্ট্রার পক্ষে সা-রেজিষ্ট্রার মোনায়েমুর রহমানের নেতৃত্বে, পাইকগাছা আইনজীবী সমিতি, পাইকগাছা প্রেসক্লাবের পক্ষে সভাপতি এড এফ এম এ রাজ্জাক ও সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন আহমেদর নেতৃত্বে,পাইকগাছা সরকারি কলেজ, পাইকগাছা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়, পাইকগাছা সরকারি উচ্চ বালক বিদ্যালয়সহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান পূষ্প মাল্য অর্পন করেন ।