পাইকগাছায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট পুলিশ আজিজুরের করোনায় মৃত্যু

0 ৩৫৭

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কর্মরত পুলিশ কনস্টেবল মোঃ আজিজুর রহমানের (১৪৫২) (বিপি-৭০৮৯০৭১২৫৫) করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। তিনি সাতক্ষীরা জেলার তালা উপজেলার মুড়াগাছা গ্রামের আবুল হোসেন সরদারের ছেলে।

পাইকগাছা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. আব্দুস সাত্তার জানান, ২১ জুন কনেস্টবল আজিজুর রহমান অসুস্থ হয়ে পড়ে। প্রথমে তাকে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২২ জুন র‌্যাপিড এ্যাটিজন পরীক্ষায় তার নমুনায় করোনা পজেটিভ শনাক্ত হয়।

এরপর সেখানে তার শারীরিকঅবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে বুধবার খুলনা জেনারেল হাসপাতালে ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মত্যু হয়।

Leave A Reply

Your email address will not be published.