পাইকগাছায় স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী বাবলু গ্রেফতার

0 ২১৪

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় স্ত্রীকে বে-ধড়ক পিটিয়ে হত্যার পর গলায় রশি দিয়ে আড়ার সাথে ঝুলিয়ে দেওয়ার অভিযোগে স্বামী বাবলু রহমান ( ৪০) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার বেলা ১১টার দিকে পাইকগাছা পৌরসভার বাতিখালী গ্রামের ৬ নং ওয়ার্ডের মুজিবুর রহমানের ভাড়াটিয়া বসায় এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রী হিসেবে বাবলু-শিউলী দম্পতি সেখানেই বসবাস করে আসছে। ঘটনার সময় ভাত রান্না করতে দেরি হওয়ায় বাবলু কাঠ দিয়ে স্ত্রী শিউলীকে বে-ধড়ক পিটিয়ে গুরুতর আহত করে। একপর্যায়ে তার মৃত্য হয় বলে স্থানীয়দের ধারনা।

ঘটনাটি ধামাচাপা দিতে লাশটির গলায় রশি দিয়ে ঘরের আড়ায় ঝুলিয়ে দিয়ে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করে স্বামী বাবলু।

থানা ওসি এজাজ শফী ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুরতহাল রিপোর্ট তৈরীকালে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পায়। একপর্যায়ে পুলিশের জিজ্ঞাসাবাদে বাবলু মারপিটের কথা স্বীকার করে বলে ওসি জানান। পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে এবং ঘাতক স্বামী বাবলুকে গ্রেপ্তার করেছে।

ওসি এজাজ শফী আরোও জানান, স্ত্রীকে হত্যার দায়ে স্বামী বাবলুকে গ্রেপ্তার করা হয়েছে। থানায় হত্যা মামলা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.