পাইকগাছায় ৩০জন দুস্থ ও অসুস্থদের মাঝে ১৩ লাখ ৭০ হাজার টাকার চেক প্রদান

0 ২৪৭

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় ৩০ জন দুস্থ ও অসুস্থ ব্যক্তির মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ১৩ লাখ ৭০ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে। বুধবার বেলা আড়াইটায় উপজেলা পরিষদ মিলনায়তনে চেক প্রদান করেন খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, মেয়র সেলিম জাহাঙ্গীর, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শাহরিয়ার হক, ভাইস চেয়ারম্যান শাহাবুদ্দিন ফিরোজ বুলু, ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন, কওছার আলী জোয়াদ্দার।

এর আগে সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে আইন শৃংখলা ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু। তিনি তার বক্তৃতায় বলেন, সকলকে স্বচ্ছতার মধ্য থেকে কাজ করতে হবে। কোন প্রকার অনিয়ম ও দুর্নীতি মেনে নেয়া হবে না।

তিনি আরও বলেন, রাজনীতির উর্দ্ধে উঠে করোনা কালীন সময়ে সকলকে আত্মমানবতার সেবায় এগিয়ে আসতে হবে।

Leave A Reply

Your email address will not be published.