পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদী উপজেলায় বন্ধুদের সঙ্গে পদ্মা নদীতে গোসলে নেমে নূরে আলম মনির (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৪ মে) সন্ধ্যা ৬টার দিকে পাকশী হার্ডিঞ্জ ব্রিজ এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত নূরে আলম মনির উপজেলার দিয়ার বাঘইল এলাকার মজি মন্ডলের ছেলে।
স্থানীয়রা জানান, বিকেলে মনিরসহ ছয় বন্ধু হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় পদ্মা নদীতে গোসলে নামে। এ সময় মনিরসহ চারজন সাঁতার না জানায় পদ্মায় ডুবে যায়। আশপাশের লোকজন তা দেখার পর তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে। তাদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। নিখোঁজ থেকে যান মনির।
স্থানীয়রা তিন ঘণ্টার চেষ্টায় হার্ডিঞ্জ ব্রিজ এলাকা থেকে সন্ধ্যা ৬টার দিকে মনিরের মরদেহ উদ্ধার করেন।
ঈশ্বরদীর লক্ষ্মীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) জামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।