পাকিস্তানে জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ চলছে
আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে ১১তম জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ চলছে। বুধবার স্থানীয় সময় সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। প্রথম ভোটটি পড়েছে খাইবার পাখতুনখাওয়ার চারাসাদ্দায়।
দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ এ দেশটি পারমাণবিক শক্তি সম্পন্ন, বিশ্বের অন্যতম প্রধান উন্নয়নশীল অর্থনীতি ও বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র। ২০ কোটি মানুষের এ দেশটির সাড়ে ১০ কোটিরও বেশি ভোটার আজ তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
বার্তাসংস্থা ডনের খবরে বলা হয়েছে, ভোটার কেন্দ্রগুলোর খোলার আগে থেকেই উৎসাহী ভোটাররা তাদের নিজ নিজ কেন্দ্রের বাইরে সকাল ৭টা থেকে অপেক্ষা করছিলেন। পরে নির্দিষ্ট সময়ে ভোট শুরু হলে নিবন্ধিত লাখ লাখ ভোটার ভোট দেয়া শুরু করেন।
নির্বাচন বিশ্লেষকরা মনে করছেন, এবারের নির্বাচনে জোর প্রতিদ্বন্দ্বিতা হবে কারাগারে আটক নওয়াজ শরিফের মুসলিম লীগ (পিএমএল-এন) ও বাইরে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়া ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের মধ্যে। পাকিস্তানে গ্যালাপসহ পাঁচটি সংস্থার জরিপে দেখা গেছে, পিটিআই নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে, তবে পিএমএল-এন এর সঙ্গে জোর লড়াই হবে।
ব্রেকিংনিউজ/