পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে অটোবোরাক উল্টে গিয়ে চালকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার (১৫ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিক উপজেলার বিলচলন ইউনিয়নের নটাবাড়িয়া স্লুইস গেটে।
নিহত বোরাক চালক হলেন নটাবাড়িয়া গ্রামের মোঃ মজনু মোল্লার ছেলে রুবেল মোল্লা (৩০)।
জানা গেছে,রুবেল মোল্লা তার বোরাক নিয়ে
শুক্রবার দুপুরে নটাবড়িয়া স্লুইস গেটের উপর উঠছিলেন। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে বোরাকটি উল্টে যায় এবং চালক রুবেল আহত হন।
তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।