পাবনায় চাঁদা না দেওয়ায় আ.লীগ নেতার বিরুদ্ধে ভেকু ও ট্রাক্টর ভাংচুর অভিযোগ
পাবনা প্রতিনিধি: পাবনার আটঘরিয়া উপজেলার মাজপাড়া ইউনিয়নের কাকমারি গ্রাম সাবেক ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুস সবুর মন্ডল গং এর বিরুদ্ধে ৫০ হাজার টাকা চাঁদা না দেওয়ায় মনিরুজ্জামান মনি’র এর ১টি ভেকু, ৩ টি লড়ি(ট্রাক্টর) ব্যাপক ভাংচুর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।