পাবনায় চার বছর পরে স্ত্রী হত্যা মামলার রায়ে স্বামীর ফাঁসির আদেশ

0 ৯২
পাবনা প্রতিনিধি: পাবনায় চার বছর পর গৃহবধূ হামিদা বেগম হত্যা মামলার রায়ে তার স্বামী তেজেম মোল্লাকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (১৩ জানুয়ারি) বিকেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. তানবির আহমেদ এ রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি তেজেম মোল্লা পাবনার সদর উপজেলার ফলিয়া গ্রামের মৃত বাজর উদ্দিনের ছেলে। নিহত হামিদা বেগমের বাড়ি একই গ্রামে। রায়ে আসামিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডও করা হয়েছে।
মামলা সুত্র জানা গেছে, ঘটনার ২০-২২ বছর আগে তেজেম মোল্লার সঙ্গে বিয়ে হয় হামিদা বেগমের। বিয়ের পর তাদের ঘরে দুটি সন্তান জন্ম হয়। এরই মধ্যে তাদের মধ্যে পারিবারিক কলহ দেখা দেয়।
২০২১ সালের ১৬ নভেম্বর ভোরে এ কলহের জের ধরে তেজেম মোল্লা তার স্ত্রী হামিদা বেগমকে ধারালো ছুরি দিয়ে গলাকেটে এবং উপর্যুপরি কুপিয়ে হত্যা করেন।
পাবনার পিপি গোলাম সরয়ার খান জুয়েল জানান, এ মামলায় মোট ২৭ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। বিচারক ফাঁসির রায় ঘোষণা করেছেন।
মামলায় সরকার পক্ষে ছিলেন এপিপি আশরাফুল ইসলাম এবং আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট আবু বকর সিদ্দিক।

Leave A Reply

Your email address will not be published.