পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে ছেলের দায়ের কোপে মায়ের মৃত্যু হয়েছে। এ সময় তার স্ত্রী ও বাবা গুরুত্বর আহত হয়েছে।
তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (৫ জানুয়ারি) রাত দশটার দিকে উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের স্থল গ্রামে এ ঘটনা ঘটে।
ঘটনার পর পলাতক রয়েছে অভিযুক্ত ছেলে।
জানা গেছে, শুক্রবার (৫ জানুয়ারি) রাত ১০টার দিকে ইছামুদ্দিনের সঙ্গে তাঁর স্ত্রীর ঝগড়া হচ্ছিল।
এক পর্যায়ে স্ত্রী ডলি খাতুনের (২৫) হাতে দা দিয়ে কোপ দেন ইছামুদ্দিন। তখন তার মা ও বাবা থামাতে এগিয়ে গেলে তাদেরও দা দিয়ে কোপাতে থাকে সে।
ধারালো দায়ের কোপে মা ছারেদা খাতুন (৬০) ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত হন তার বাবা সোবাহান মোল্লা (৭০) ও স্ত্রী ডলি খাতুন (২৫)। তাঁদের রাজশাহী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম রেজা জানান, লাশ ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠানো হবে। অভিযুক্তকে গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।