পাবনায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বাড়িঘর ভাঙচুর লুটপাট

0 ৮১

পাবনা প্রতিনিধি: পাবনার আটঘরিয়া উপজেলার মতিগাছা গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরকে কেন্দ্র করে বাড়িঘর ভাঙচুর লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রায় ২০ থেকে ২৫ লাখ টাকা ক্ষতি সাধিত হয়েছে। ঘটনাটি ঘটেছে গত বুধবার দিবা গত রাতে সোয়া বারোটার দিকে। এ বিষয়ে আদালতে মামলা চলমান রয়েছে।

ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা গেছে, দেবোত্তর ইউনিয়নের মতিগাছা গ্রামে মৃত মফিজুল রহমান শেখের স্ত্রী জামেলা খাতুন এর সাথে একই এলাকার মৃত জয়েন প্রামানিকের ছেলে তফিজ গং এর সাথে দীর্ঘ চার থেকে পাঁচ বছর ধরে জমির জমা সংক্রান্ত বিষয়ে বিরোধ  চলে আসছে।
ঘটনার দিন রাত সাড়ে বারোটার দিকে তফিজ উদ্দিন,  সিদ্দিক,চাঁদ আলী,  রফিজাল সহ ৩০ থেকে ৪০ জন মুখোশ পড়ে লাঠিশোঠা ধারালো অস্ত্র, জি আই পাই, দেশি অস্ত্র শাস্ত্রে সজ্জিত হয়ে মুক্তার হোসেন ঠান্টু,
মনজুরুল ইসলাম মঞ্জু, মুকুল হোসেন এর বাড়িতে অতর্কিত হামলা চালিয়ে বাড়িঘর শোকেস, ওয়ারড্রব, স্টিলের আলমারি দরজার জানালা  ব্যাপক ভাঙচুর ১৩ থেকে ১৪ ভরি স্বর্ণ, নগদ টাকা সহ কাপড় চোপড়, গরু, ছাগল, হাঁস মুরগী লুটপাট করে নিয়ে যায়।
মুক্তার হোসেন ঠান্টু ও তার স্ত্রী জানান, তফিজ গং ওই দিন রাতে তারা নিজেদের খড়ের পালায় আগুন ধরিয়ে দিয়ে জনমনে আতংক সৃষ্টি করে ফেলে। ঠিক রাত বারোটা থেকে সোয়াবারো টার দিকে আফতাব হোসেন নামক এক ব্যক্তব ফোনে আমার কাছে ১ লাখ টাকা দাবি করে।
১ লাখ টাকা না দিলে তোর বাড়ি ঘর ভাংচুর লুটপাট সহ আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হুমকি দেয়। তার দাবিকৃত টাকা দিতে অশিকার করলে মুহূর্তের মধ্যে ৩০ থেকে ৪০ জনের অস্ত্রধারি দলবল নিয়ে আমার বাড়ি ঘর, আসবারপত্র,
আলমারি, শোকেস, ডেসিনটেবিল সহ প্রয়োজনীয় জিনিসপত্র ব্যাপক ভাংচুর লুটপাট করে সোনা গহনা,টাকা, গরু,ছাগল নিয়ে যায়।
এঘটনার পর থেকে ক্ষতি গ্রস্থ পরিবারের লোকজন চরম নিরাপত্তা হীনতা মধ্যে দিনাতিপাত করছে। এঘটনায় আটঘরিয়া থানার একটি লিখিত অভিযোগ করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.