পাবনায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত একজনের মৃত্যু

0 ১১৪
পাবনা প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক তরুণের (১৯) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে ঈশ্বরদী-ঢাকা রেলপথের উপজেলার চর-ভাঙ্গুড়া দিয়ারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের মুখের বিভিন্ন জায়গায় জখমের চিহ্ন রয়েছে এবং তাঁর একটি পা ভেঙে গেছে। ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার শরৎনগর রেলস্টেশন সংলগ্ন চর-ভাঙ্গুড়া দিয়ারপাড়া এলাকায় রেললাইনে ট্রেনের ধাক্কায় এক তরুণের লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।
পরে বিষয়টি তাঁরা ভাঙ্গুড়া থানা-পুলিশকে জানান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশকে খবর দেয়।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
তবে ঘটনাটি রেলওয়ের হওয়ায় সিরাজগঞ্জ জিআরপি থানায় জানানো হয়। তাঁরা এসে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। তাৎক্ষণিক নিহতের পরিচয় পাওয়া যায়নি।

Leave A Reply

Your email address will not be published.